নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৬টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রিফাত ফেরদৌস শিক্ষার্থীদের দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়ে পরিদর্শনে যান ওই এলাকায় এবং দ্রুত সমাধানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।
মঙ্গলবার (১ নভেম্বর) ফতুল্লার পাইলট স্কুলে তাৎক্ষণিক পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রিফাত ফেরদৌস প্রতিটা এলাকা পর্যবেক্ষণ করেন।
জলাবদ্ধতা পরিদর্শনকালে সদর ইউএনও রিফাত ফেরদৌস সমস্যা সমূহ চিহ্নিত করে জানান, ড্রেনে আবাসিক বর্জ্য, পলিথিন, কাপড়, কেমিক্যাল দ্বারা ড্রেনের মুখ বন্ধ। ড্রেন থেকে সংকীর্ণ খাল পর্যন্ত বর্জ্য দ্বারা পরিপূর্ণ। যার ফলে পানি নিস্কাশন বাধাগ্রস্থ হচ্ছে এবং রাস্তায় পানি জমে যাচ্ছে। খালের সীমানা নির্ধারণ করা হয়নি। ডাইং কারখানাগুলোকে সামাজিক দায়বদ্ধতার আওতায় আনা সম্ভব হয়নি। পরিবেশ দূষণরোধে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম বা সংশ্লিষ্টতা পরিলক্ষিত হয়নি বলে মন্তব্য করেছেন। এছাড়াও ড্রেনের উপর দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি নিচে নামতে পারছে না।
জলাবদ্ধতা নিরসনে পরবর্তী উদ্যোগগুলো প্রকাশ করে সদর ইউএনও আরোও বলেন, আগামী কাল ২ নভেম্বর সংশ্লিষ্ট সার্ভেয়ার দ্বারা খালের সীমানা নির্ধারণ করা হয়। ইউনিয়ন পরিষদ কর্তৃক আগামীকাল থেকে খাল পরিস্কার করা হবে। খালের গভীরতা পূর্বের অবস্থায় আনা হবে। খালের সীমানা নির্ধারণপূর্বক খালের যথাসম্ভব পূর্বের অবস্থায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তায় জমাকৃত পানি অপসারন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাইং কারখানার কেমিক্যালযুক্ত পানি অপসারণের জন্য ডাইং কারখানাগুলোকে দায়বদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরপূর্বে শিক্ষার্থীদের কর্মসূচিতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেছেন, আমরা এই সমস্যা নিয়ে এর আগেও বসেছি। সমস্যাগুলো আসলে এক জায়গায় নেই। রেলওয়ের প্রকল্পের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ডাইং কারখানাগুলোরও পানি নিস্কাশনের জন্য নিজস্ব ব্যবস্থা করেনি। ওই এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়ার পাশাপাশি ৪টি সড়ক ড্রেনসহ নির্মাণের জন্য সদর উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা শীঘ্রই সরেজমিনে দেখে দ্রুত প্রকল্প গ্রহণ করবো। পাশাপাশি ডাইং কারখানাগুলোর মালিকপক্ষকেও আমরা এ বিষয়ে চিঠি দিব যাতে তারা ডাইংয়ের পানি সড়কে কিংবা ড্রেনে নিক্ষেপ না করে। আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকবেনা।
এসময় উডস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, আজাদ বিশ্বাস, ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন , মেম্বার, স্কুলের শিক্ষক, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সহ আরও কর্মকর্তা বৃন্দগন।