নারায়ণগঞ্জ ফতুল্লার তল্লায় একটি অটোরিক্সাসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে তাদের কে ফতুল্লা মডেল থানার তল্লা মডেল গার্মেন্টস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়ার মৃত সামাদের পুত্র রিপন হোসেন (২৮), ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লার মৃত পূর্ন শেখের পুত্র মো. খোকন শেখ (৩০), একই থানার চানমারীর মৃত নুর ইসলামের পুত্র মো. দ্বিন ইসলাম (২৮) ও পশ্চিম তল্লার পূর্ন শেখের পুত্র মো. ইসা শেখ (৪৬)।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ইমদাদুল ইসলাম তৌয়ব সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।