প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ মহানগর শাখার জাতীয় ছাত্র সমাজ বন্দর ২১ নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে চাষাড়াস্থ জাতীয় ছাত্র সমাজ জেলা ও মহানগর প্রধান কার্যলয় হতে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিলিপ্ত ঘোষনা করা হয়।
মহানগর ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন এর ফেসবুক আইডিতে টাইমলাইনে উল্লেখ করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি- মোঃ শাহ আলম সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল উল্লাহ আজ এক সাংগঠনিক আদেশে সাংগঠনিক ক্ষমতাবলে জাতীয় ছাত্র সমাজ,নারায়ণগঞ্জ মহানগর শাখার বন্দর ২১ নং ওয়ার্ড কমিটি সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকা ও সংগঠন পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান শুভ এর প্রেরিত বার্তা এ আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।