নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এককালিন অনুদানের চেক (২৯ হাজার টাকা) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনি, ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজর আলী প্রমূখ।
সভা শেষে ২৩ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।