নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় গুরুত্ব আহত কাঞ্চন পৌরসভার সহ সভাপতি অনিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। সেইসাথে অনিক হত্যাকা-ে জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন মহানগর যুবদল।
এক শোকবার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, রূপগঞ্জে এই অবৈধ সরকারের ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসী বাহিনীতে পরিণত। রূপগঞ্জ তারা প্রতিনিয়ত হামলা ভাংচুর, নির্যাতন ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।তাদের এই হামলায় প্রাণ শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু বরণ করেছে ছাত্রদল নেতা অনিক। তার এই মৃত্যুর শোককে আমরা শক্তিতে পরিণত করব।
তাঁরা আরও বলেন, হত্যা, গুম ও খুন করে আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি তথা অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। অনিক হত্যার বিচার একদিন হবেই। অবিলম্বে এই হত্যাকা-ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানাচ্ছি। আল্লাহ পাক অনিককে বেহেস্ত নসিব করুক সেই প্রার্থনাই করি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (নভেম্বর ৩) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের ভুলতায় জেলা ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায় বলে অভিযোগ জানাগেছে। সেই হামলায় ৫ নং ওয়ার্ড কাঞ্চন পৌরসভার সহ সভাপতি অনিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।