প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় সংবিধান ‘ক’শ্রেণীভুক্ত হিসাবে ঘোষণায় ২০২২, দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।
মন্ত্রীপরিষদ বিভাগ ২ নভেম্বর ২০২২ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০১.২২.৮৩৭ নং স্মারকে ৪ নভেম্বর তারিখ-জাতীয় সংবিধান দিবসকে ক শ্রেণীভুক্ত হিসাবে ঘোষণা করেছে।
শুক্রবার ( ৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাতীয় সংবিধান দিবসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ হরা হয়।
এর আগে (২ নভেম্বর) মন্ত্রীপরিষদ বিভাগ ০৪.০০. ০০০০.৪১৬.২৩.০০১.২২.৮৩৭ নং স্মারকে ৪ নভেম্বর তারিখে-জাতীয় সংবিধান দিবসকে ক শ্রেণীভুক্ত হিসাবে ঘোষণা করেছে।
প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে লালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার বক্তব্যে সকলকে সংবিধানের পঠন ও অনুসরণের আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সংবিধানের বিভিন্ন দিকের আইনগত ব্যাখ্যা উপস্থাপন করেন।
এছাড়া আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন মো.আমীর খসরু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ জুডিশিয়ারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ ।
জাতীয় সংবিধান ২০২২, দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।সকালবেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩ টার সময় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পায়রা অবমুক্তকরণসহ একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।