ফতুল্লায় অজ্ঞাতনামা এক যুবককে হত্যার পর তার মরদেহ ডোবায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।
শুক্রবার (৪ নভেম্বর) শুক্রবার সকালে স্থানীয়রা পিলকুনি মোল্লা বাড়ী মসজিদ সংলগ্ন ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মরদহে উদ্ধারের পর গলায় কালো দাগের চিহ্ন দেখতে পায় পুলিশ। পুলিশের ধারণা রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দেয়। নিহতের পরনে জিন্স প্যান্ট ও গায়ে নীল রংয়ের ফতুয়া রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।