নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলে ছাত্রলীগ-যুবলীগের করা হামলার ঘটনার সময় আহত অমিত হাসান অনিক (১৮) নামে কাঞ্চন পৌরসভার ৫ নম্বর
ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে হামলার এ ঘটনা ঘটে। নিহত অমিত হাসান অনিক রূপগঞ্জের চরপাড়া
এলাকার আমীর হোসেনের ছেলে। স্থানীয় দাইমুদ্দিন হাসপাতালের পাশে তাদের বাড়ি।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়েদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মশাল মিছিল বের করে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলের প্রায় শেষ পর্যায়ে হঠাৎ লাঠিসোঁটা, রামদা ও রড নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছয়জন আহত হন। গুরুতর আহতাবস্থায় ছাত্রদল নেতা অনিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়।
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, মিছিল শেষে নেতা-কর্মীরা যে যাঁর মতো বাড়ি ফিরছিলেন। এ সময় ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল সিকদারের নেতৃত্বে ৭ থেকে ৮টি মোটরসাইকেলে করে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলকারীদের ওপর হামলা চালায়।
হামলাকারীদের হাতে রামদা, রড ও লাঠিসোঁটা ছিল। হামলা থেকে বাঁচতে নেতা-কর্মীরা যে যাঁর মতো করে দৌড়ে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। অমিত দৌড়ে পালানোর সময় দুটি মোটরসাইকেল তাঁকে তাড়া করে। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে অমিতের ধাক্কা লাগে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হামলায় অন্তত আরও আটজন আহত হয়েছেন। তাঁরা হলেন, ভুলতা ইউনিয়ন
ছাত্রদলের সহসভাপতি আবু হানিফ, সহসাধারণ সম্পাদক অপু মিয়া, আমির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাশেদুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মীর, কাঞ্চন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হালিম ও একই ওয়ার্ডের ছাত্রদল কর্মী সানি মিয়া।
তাঁদের মধ্যে আবু হানিফ ও অপু মিয়া রূপগঞ্জের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত অনিকের সহকর্মী মো. মামুন বলেন, ছাত্রদল ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অনিক ধাক্কা ধাক্কিতে ঢাকা বাইপাস সড়কে চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু জানান, রূপগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি ছাত্রদলের মিছিল শেষে প্রাইভেটকারের নিচে চাপা পড়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ছাড়া আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।