ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় চারজন আহত হয়েছেন৷ স্থানীয় যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস ও তার বাহিনী ওই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তসলিম রহমান ফতুল্লা থানায় পাঁচজনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীদের সাথে ভুইগড় পূর্ব পাড়া হাকিমাবাদ কবরস্থান সংলগ্ন খালপাড়ের পাশে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো বাদীর। উল্লেখিত বিবাদীরা আজ শনিবার (০৫ নভেম্বর) বেলা আনুমানিক এগারোটায় বাদীর ভাই শেখ তহিদুর রহমান (২৪) জমিতে গিয়া দেখতে পান একটি সাইনবাোর্ড লাগানো। তখন তিনি উক্ত সাইনবোর্ডটি উঠিয়ে ফেললে উল্লেখিত বিবাদীরা তাকে একা পেয়ে লোহার রড়, চাপাতি, হকিস্টেক লােহার রড সহ দেশীয় অন্ত্র সস্রে সজ্জিত হয়ে তাকে এলােপাতাড়ী ভাবে মারপিট শুরু করে।
তহিদুরের চিৎকারে বাদী এগিয়ে এলে বিবাদীরা তাকে এলোপাতাড়ী ভাবে লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নীলাফোলা জখম করে। তাদের চিৎকারে ইমরান চৌধুরী (৩৫ ) ও ইকু চৌধুরী (৩৩) এগিয়ে এলে বিবাদীরা তাদেরকেও বেধড়ক পিটিয়ে একপর্যায়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার ঘটনায় রিপন (৩০), লিটন (৩৩), জুলহাস (৪০), সর্ব পিতা- মৃত নবু মিয়া, ৪। সজিব (২৯), পিতা- বাবুল ভান্ডারী, ৫। লিটু (২৮), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- ভুইগড়, পূর্ব পাড়া থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর নামোল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন তসলিম।
তিনি জানান, ভুইগড় পূর্ব পাড়া হাকিমাবাদ কবরস্থান সংলগ্ন খালপাড়ের পাশে ১৮ শতাংশ জমি আছে সেখানে আজ আমার ছোট ভাই গিয়ে দেখতে পায় আমাদের জমিতে একটি সাইনবোর্ড লাগানো। তখন আমার ছোট ভাই সাইনবোর্ডটি উঠাইয়া ফেলে দেওয়ার চেষ্টা করে।জুলহাস বাহিনী পূর্ব পরিকল্পনা নিয়ে আমার ভাইকে একা পেয়ে লোহার রড়, চাপাতি, হকিস্টেক লােহার রড সহ দেশীয় অন্ত্র সস্র দিয়ে হামলা চালায় পরে তার চিৎকারে আমরা এগিয়ে গেলে আমাদের উপরেও হামলা চালায় এবিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এই সন্ত্রাস বাহিনীর বিচার চাই।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ভূইঘরে মারামারির একটি ঘটনা ঘটেছে। এবিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দোষীদের আইনের আওতায় আনা হবে।