৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নগরীতে বিশাল মিছিল হয়েছে। এসময় শহর জুড়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের দখলে ছিল।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে যোগ দেন বিএনপির হাজারো নেতাকর্মী।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এতে যোগ দেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ। আমরা সকালেই আমরা রওনা দেব। আমাদেরকে হেফাজতের মতো ভয় ও জেলের ভয় দেখিয়ে লাভ নেই। গুলির ভয় আর দেখিয়ে লাভ নেই, আপনার গুলি শেষ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন নো হরতাল, নো অবরোধ। শুধু মানুষদের নিয়ে আমাদের রাজপথে নামতে হবে। আমরা গণমিছিল করে ১০ তারিখে এ সরকারের ইতি টানবো।
জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুব বলেন, আমরা ১০ ডিসেম্বর ঢাকায় গিয়ে সরকার পতনের তারিখ নিয়ে আসব। সেদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই অবৈধ সরকার পতনের দিনক্ষণ নিয়ে আমরা ঘরে ফিরব। বিভাগীর সমাবেশগুলোয় বাধা দিয়েও মানুষের ঢল আটকাতে পারেনি সরকার। এতে প্রমাণিত হয় মানুষ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন, যুবদলের কেন্দ্রী সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার প্রমুখ।