ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২২ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারের যোগদান।
সোমবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল নিয়ে যোগদান কালে জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার বলেন, রাজনীতি করতে গিয়ে অনেকে অনেক কিছু পেয়েছে। আর আমি দলের প্রেরণায় ও ভালোবাসায় দোকান, বাড়ি সহ অনেক কিছু হারিয়েছি। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে খুব কষ্ঠে দিনযাপন করলেও বিএনপি রাজনীতি ছাতে পারবো না।
তিনি আরোও বলেন, আমি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে মাতা বেগম জিয়ার নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছি। জিয়া পরিবারকে নিয়ে যে অপরাজনীতি করছে সরকার তার নিন্দা জানাই। এবং মাতা খালেদা জিয়া, তারেক রহমান ও তার সহধর্মিণীর নিঃশর্ত মিক্তির দাবী করছি। এছাড়াও আগামীদিনে মহাসমাবেশকে সফলকারর লক্ষে বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক মনিরুল ইসলাম রবি।
এছাড়াও অনুষ্ঠানে এ সময় তার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মান্না মোরশেদ, সহ-সভাপতি কিসমত হাজী, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ডালিম, গোপালদী পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক শওকত, আড়াইহাজার পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক ওবায়েত, রূপগঞ্জ থানা পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক কনক, সদস্য সচিব হাজিমুন, ফতুল্লা থানা শ্রমিক দল, বন্দর থানা শ্রমিক দল, সোনারগাঁ থানা শ্রমিক দল, বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলসহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।