1. admin@narayanganjpress.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, স্মার্টকার্ড চালু হবে : খাদ্য উপদেষ্টা খানপুর হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত কদম রসুল সেতুর প্রবেশমুখ পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন নিরাপদ সড়ক ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইবার ইউজার দলের মানববন্ধন কমিটি বানিজ্যের অভিযোগে হোতা শাহিন ও আলমকে বহিষ্কারের দাবীতেমানববন্ধন শেখ হাসিনা যেখানেই সমস্যা দেখেছে সেখানেই গুম করেছে : জোসেফ মুসল্লীদের মাদক বিরোধী মানববন্ধন কালে ধরা পড়েন এক মাদক বিক্রেতা করিডোর দেওয়াটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা সেদিকে বিবেচনা করতে হবে- রাজিব দেশের জনগণের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমরা বিশ্ব নেতৃত্ব দেব : ডিসি পুড়ে যাওয়া পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর

ফতুল্লায় পিতা-পুত্রকে কুপিয়ে থানায় অভিযোগ দিল মাদক ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে উল্টো থানায় অভিযোগ করেছে মাদক ব্যবসায়ীরা। এঘটনায় আহতদের পরিবারে আতংক দেখা দিয়েছে।

সোমবার দুপুর ২টায় ফতুল্লার দক্ষিণ শিহাচর উকিলবাড়ীর মোড় এলাকায় এঘটনা ঘটে। আহত পিতা-পুত্রকে শহরের খানপুরহাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, দক্ষিণ শিহাচর উকিলবাড়ীর মোড় এলাকায় দেলোয়ার হোসেনের শিশু পুত্র আব্দুল্লাহকে (৫) দিয়ে একই এলাকার সেলিম, হালিম, বাদল ও ইয়াসিন মাদক আদান প্রদান করায়।

বিষয়টি জানতে পেরে দেলোয়ারের বড় ছেলে হানিফ প্রতিবাদ করেন। এতে মাদক
ব্যবসায়ীরা হানিফকে মারধর করে পেটের বা দিকে ছুরিকাঘাত করে। এসময় ছেলের চিৎকার শুনে দেলোয়ার হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর শেষে পেটে ছুরিকাঘাত করে। মাদক ব্যবসায়ীদের এলোপাথারি ছুড়িকাঘাতে দেলোয়ারের বাম হাতের শাহাদাত আঙ্গুল দ্বিখন্ডিত হয়ে যায়।

দেলোয়ার হোসেন জানান, এবিষয়ে তার ছেলে হানিফ থানায় লিখিত অভিযোগ করেছে। এরপরপরই মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে বাদল তাদের পিতা পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করে হুমকি দিয়ে বলেছে পুলিশ তোদের নয় আমাদের হয়ে তোদের ধরবে। এনিয়ে আতংকে আছি। অভিযোগের তদন্তকারী এসআই আনোয়ার
হোসেনের সাথে দেখা করেছি তিনি বলেছেন পরের দিন তদন্তে যাবেন।

ফতুল্লা মডেল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, অভিযোগ য়েছি আগামীকাল সকালে যাবো তদন্তে। তবে দুপক্ষই থানায় এসে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। মাদক ব্যবসা না অন্য কিছু নিয়ে মারধরের ঘটনা ঘটেছে তা জানিনা। তবে অভিযোগ লিখার সময়তো অনেক কিছুই লিখে তদন্ত করে দেখতে হবে অভিযোগের
সত্যতা কতটুকু। এবিষয়ে বাদলকে একাধীকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানান, বাদল মাদক ব্যবসায়ী ও সেবনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL