সিদ্ধিরগঞ্জে মরজিনা আক্তার রুবি (১৯) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।
সোমবার (৭ নভেম্বর) সকালে আজিবপুর সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী বরগুনার আমতলীর আমরাগাইছা এলাকার আবু বাসারের স্ত্রী। তারা সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া এলাকার আব্দুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।