প্রতিমাসে সোনারগাঁও,কাঁচপুর, মদনপুর থেকে আদায় করে লক্ষ লক্ষ টাকা নিজস্ব প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার এমদাদ হোসেন। কয়েক মাস পূর্বে ধামগড় ফাঁড়িতে দায়িত্ব পালন করেছে।
জেলা গোয়েন্দা সংস্থায় যোগ দেওয়ার পর খ অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত হয় এমদাদ হোসেন। খ অঞ্চলের দায়িত্ব নেওয়ার পর অপরাধ দমন করাতো দূরের কথা, নানা অপরাধীদের সাথে সখ্যতা গড়ে তুলে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আদায় করে নেওয়ার অভিযোগ উঠেছে এমদাদ হোসেনের বিরেুদ্ধে।
মোড়গাপাড়া, মদনপুর ও বন্দর এলাকায় অপরাধ মূলক যে সকল কর্মকান্ড প্রতিনিয়ত করে চলছে তাদের সকলের কাছ থেকে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা আদায় করে এমদাদ হোসেন।বিভিন্ন সূত্র থেকে জানাযায়, মোড়গাপাড়া ফুডষ্ট্যান্ড, ফুটপাত হাবিবের অবৈধ ১১টি তেলের দোকান, সাবেক হোটেল মিম, বর্তমানে নাম পরিবর্তন করে মেঘনা ফ্রেশ রেষ্টহাউজ, মোড়গাপাড়া পলিথিন কারখানা থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে। তাছাড়া মদনপুর ফুটপাত ষ্ট্যান্ড, আবু সিদ্দিকের অবৈধ তেলের দোকান, অবৈধ বালব ও সরিষার তেলের কারখানা সহ কাঁচপুর ফুটপাত ষ্ট্যান্ড, শরীফের তেলের দোকান, কাঁচপুরের চোরাই মোবাইল ও জুয়ার বোর্ড থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আদায় করে বলে জানাযায়।
সার্বিক ব্যাপারে জানার জন্য এমদাদ হোসেনের মোবাইলে বার বার ফোন করে পাওয়া যায়নি বলে এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।