ফতুল্লা পিলকুনি পেয়ারাবাগান এলাকায় চাঁদার দাবীতে গ্রাম্যমেলায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তক্কারমাঠ এলাকার কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী শামীমের বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুই দিন আগে এলাকাবাসীর উদ্যোগে পেয়ারাবাগান রোডে ছোট পরিসরে একটি মেলার আয়োজন করে্ ।মেলার শুরু থেকে সন্ত্রাসী শামীম তাঁদের কিশোর গ্যাংদের দিয়ে মেলার আয়োজকদের নানা ভাবে হয়রানি শুরু করে।
মঙ্গলবার দুপুরে একদল সন্ত্রাসী নিয়ে মেলা গিয়ে হামলা চালায়। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে। উল্লেখ্য, সন্ত্রাসী শামীম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, অটো রিকশা চুরির সাথে জড়িত রয়েছে। এই সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক মামলা এবং অভিযোগ থাকলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যপারে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছে এলাকাবাসী।