নারায়ণগঞ্জ বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টেভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে পৃথ ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (৭ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার র্কোটপাড়া এলাকার নাসির ওরফে কেটু নাসির মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টেভূক্ত আসামী মুন্না (২৭) বন্দর কলোনী এলাকার কমল মিয়ার ছেলে রাকিব হোসেন রাতুল (২৫) লাঙ্গলবন্ধ এলাকার স্বপন ঘোষের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত অঅসামী আকাশ ঘোষ (২৫) ও বন্দর হাফেজীবাগ এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে রায়হান (৩৪)।