বন্দরে টেলিকম ব্যবসায়ী রনি হোসেন (২৮) দোকানের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
গত ৫ নভেম্বর বিকেলে বন্দর বাজার সুরুজ্জামান টাউয়ার সংলঘœ দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। এ ব্যাপারে তার বড়বোন রুমানা আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং ২৬০।
জিডিতে উল্লেখ করা হয়,গত ৫নভেম্বর বিকেলে বন্দর খানবাড়ী এলাকার মৃত মোর্শেদ মিয়ার ছেলে টেলিকম ব্যবসায়ী রনি হোসেন বন্দও বাজার সুরুজ্জামান টাউয়ার সংলঘœ টেলিকম দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সারাদিন বাসায় না ফেরা ও দোকান বন্ধ থাকায় তার বোন জামাই ডালিম ও তার বোন রুমানা আক্তার আতœীয়স্বজনসহ বিভিন্ন স্থানে
খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৬ নভেম্বর বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার জিডি নং ২৬০।