নারায়ণগঞ্জ সদরে স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ৭ দিনব্যাপী নারী উদ্যোক্তা একক প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের কোহিনূর আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা
মো. শাহ আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম প্রমূখ।