বন্দরে মাদক বিরোধী অভিযানে ব্যবসায়ীদের ছুরিকাঘাতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক হাবিব ও কনেস্টেবল শরীফ হোসেন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় লোকজন তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
বুধবার (৯ নভেম্বের) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের বন্দরের সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার বেলা আড়াইটার দিকে বন্দরের সোনাচোরা এলাকায় অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় সোনাচোরা পুদলীপাড়া এলাকার মাদক স¤্রাট হুমায়ূনসহ তার সহযোগী কবির, কালু, মনসুর বাবুকে মাদকসহ আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় হুমায়ুন ও তার সহযোগীরা এসআই হাবিব ও সিপাহী শরীফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বুধবার সোনাচোরা এলাকায় অভিযান চালানোর সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই জনকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীরা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।