বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আড়াইহাজারে কালা পাহাড়িয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদীতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আ: লতিফের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর।
১০ ডিসেম্বর মহাসমাবেশের প্রস্ততি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আঙ্গুর বলেন; আড়াইহাজার বাসীকে নিয়ে ঢাকা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে জনগনের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা যে কোন মুল্যে সমাবেশ যোগদিবো জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ছে। মানুষের আয় বাড়ছেনা, মানুষ দিশেহারা।
তারা বলেছিলো ১০ টাকা কেজি চাল হবে, ঘরে ঘরে চাকুরী দিবে, দিয়েছে? তারা জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে দেশের টাকা বিদেশে প্রাচার করেছে এখন বিদেশ থেকে ঋন নিচ্ছে। তাদের কথায়
কাজে মিল নাই তাই তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
মহা-সমাবেশ সফল করার জন্য প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড হতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় যেতে হবে। সরকার বিভিন্নভাবে বাধা দিবে,গাড়ী বন্ধ করে দিবে, পায়ে হেঁটে যেতে হবে প্রয়োজনে প্রয়োজনে ২ দিন আগে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা যুব দলের সাবেক সভাপতি আলীআজগর। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির প্রচার সম্পাদক আজিজুর রহমান থানা
যুব দলের আহŸায়ক সদস্য আল আমিন মোল্লা,থানা জাসাস সাংগঠনিক সম্পাদক মামুন, সাবেক সংগঠনিক সম্পাদক কালা পাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সাবেক মেম্বার বাচ্চু মিয়া, থানা বিএনপির সদস্য আব্দুল আওয়াল, মো: ওবাইদুল্লা, আ: লতিফ, আ: রউফ, আসমত আলী, আরিফ, রফিকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।