৫০ ঊধের্ব কফি হাউজ শেষবেলার আয়োজনে সৃজনশীল সাহিত্য সুকুমারী লেখকদের পান্ডুলিপি সন্মাননা প্রকাশনার জন্য উন্মুুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উক্তর চাষাড়াস্থ রূপান্তর লিভিং লিঃ ভবনে নারায়ণগঞ্জের কবি ও লেখকদের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা কমিটির সভাপতি মো. শাহ্ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি জেনারেল পিপিএ পাবলিকেশন এর প্রকাশক ও সংগঠনের উপদেষ্টা মাজহারুল আলম কিসলু বলেন, আমি মূলত প্রকাশনার সাথে ৮৭ সাল থেকে জড়িত। তখন আমি ছোট কাজ করি হাটি হাটি পা পা করে এপর্যন্ত এসেছি।
আজকে সুন্দর একটি প্লাটফর্ম তৈয়রি করেছে শাহ্ আলম ভাই। তাকে দিয়ে আমার এখানে আসা। ইতিমধ্যে অনেকে লেখার বই বের হয়েগেছে। এবং অনেকে বলেছে ব্যবসার কথা। আসলে এটা কোন ব্যবসার জায়গা না। আমরা যা ইচ্ছা প্রকাশ করতে পারিনা। কারন কিছু বাধ্যবাধকতা থাকে যা লিখা যায়না।
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু সঞ্চালনায় অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন,৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্ছু, বীর মুক্তিযোদ্ধা মিজান মিলকি।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সহ সভাপতি এম এস ইসলাম আরজু,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,অর্থ বিষয়ক সম্পাদক এমএ মোতালেব সানি,কার্য্য নির্বাহী সদস্য ফরিদুল মাইয়ান, কাজী আনিসুল হক হীরা,সদস্য সচিব মোস্তফা কামাল, এম এ মান্নানসহ লেখক ও কবি সাহিত্যিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পরিকল্পনা বাস্তবায়ন ও সৃজনশীল গবেষণা মূলক লেখা আহবান করেন। উপস্থিত লেখক বৃন্দরা প্রকাশনার বিষয়ে মুক্ত চিন্তার লিখা প্রকাশে প্রকাশনার জন্য আহবান জানান,অতিথি বৃন্দরা সংগঠনে ৫০ ঊর্ধ্বে মানুষের চিন্তা ভাবনা গুলো কে সম্পদ হিসাবে সংগঠিত করার জন্য ধন্যবাদ জানান।