ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি নীটিং প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যসয়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটিতে ব্যাপক
ভাংচুর ও লুটপাট চালায়।
গত ৮ নভেম্বর বিসিক শিল্পনগরীর আরবি নীটিং কারখানায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত
ব্যবসায়ী মিজানুর রহমান মিলন ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীর এ রহমান প্লাজায় অবস্থিত আরবি নীটিং থেকে শাসনগাঁও সরদার বাড়ির ফজলুল হকের ছেলে ফয়সাল কোন- কার্টনসহ ওয়েস্টিজ মাল কিনতো। চলতি মাসের শুরুতে তাকে দুই লাখ টাকা জামানত দিতে বলি। কিন্তু সে আমার কথাতে রাজী হয়নি। তাই আমি আলমগীর নামের আরেক ওয়েস্টিজ ব্যবসায়ীর কাছে আমার প্রতিষ্ঠানের মাল বিক্রি করি। এতে ফয়সাল ক্ষিপ্ত হয়ে উঠে।
গত ৮ নভেম্বর রাত ৯টায় হঠাৎ করেই সন্ত্রাসী ফয়সাল, রাকিব (২৮), আকাশ (২৩), কবির (২৮), রায়হান
(২৫) ও নাইমসহ (২৭) অজ্ঞাতনামা ৬/৭ জন সংঘবদ্ধ হয়ে রামদা, চাপাতি, ছোরা, লোহার রড ও লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র- সস্ত্রে সু-সজ্জিত হয়ে আমার প্রতিষ্ঠানে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। আমি তাদের বাধা দিলে আমার উপর হামলে পড়ে।
সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবং প্রতিষ্ঠানে থাকা শ্রমিকদের বেতনের নগদ তিন লাখ টাকা লুট করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।