একাত্তরের যুদ্ধ কালীন গেরিলা বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান এর সহধর্মিনী ও কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসতের সাধারণ সম্পাদক জে আর রাসেল আহম্মেদের মা মোসাৎ জায়েদা বেগমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) সকাল দশটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা কাশিপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড ফরাজি কান্দা জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। মুফতি মো. সোহাইল মাহমুদ ফরাজি জানাজার নামাজে ইমামতি করেন।
ফরাজিকান্দা মরহুম সাজু মাতাব্বর এর মেয়ে জায়েদা
বেগমের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। এবং এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামীলীগের নেতা জে.আর রাসেল’র মা জেয়েদা বেগম শনিবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার নির্দেশে পথের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাজার নামাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ফরাজি কান্দা সমাজ প্রধান, জনপ্রতিনিধি, জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ, ব্যবসায়ী, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি শোক প্রকাশ ও সমবেদনা জানান।
মায়ের মৃত্যুতে জে আর রাসেল সমজিদে উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি।