সোনারগাঁ উপজেলার পিরোজপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, হামলায় পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়। এ সময়ে অফিসের চেয়ার, টেবিল, ফ্যান, লাইট ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে।
অভিযোগ উঠেছে, গত ১১ নভেম্বর পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার যুব মহাসমাবেশে অংশ নেয় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল, পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারি, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর খান এর নেতৃত্ব অতর্কিতভাবে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে
ভাঙচুর করে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আগামী ১০ ডিসেম্বরের পরে ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কাউকে তারা এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।