নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেবল বাড়ছেই। সরকার সয়াবিন তেলের দাম আবারও বাড়িয়েছে। চিনি, ডাল, আটা, চাল সহ সবকিছুর দাম বাড়াচ্ছে। মানুষ বাজারে টাকা নেয় ব্যাগ ভরে, আর পন্য আনে অর্ধেক।
যারা বাজারে যায় তাদের অধিকাংশই পর্যাপ্ত পন্য কিনতে পারেন না। মাছ মাংস খাওয়া মানুষ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। ক্ষমতাসীনরা বলেছিলো ১০ টাকায় চাল খাওয়াবে। এটা একটা ৪২০ সরকার। এই সরকার জনগণকে ধোকা দিচ্ছে। কিন্তু আমাদের এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে এই বিশ্বাস নিয়েই আমরা গনতন্ত্র মঞ্চ গঠন করেছি।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গনতন্ত্র মঞ্চের সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, আমরা ক্ষমতায় আছি, থাকবো। পারলে সরান। খেলা নিয়ে এত কথা হচ্ছে। খেলার কথা বলে ক্ষমতাসীনরা। কারন তাদের এসব বলেই টিকে থাকতে হবে। পায়ের তলায় মাটি নেই। এই সরকার জনগনের কথা তো শুনবেই না, উল্টো সমাবেশ করতে গেলে বাঁধা দিবে। আজ বিরোধী দল যেখানেই সভা ডাকে সেখানেই মানুষের ঢল নামে। মানুষ সাঁতরে, হেটে, ভেলায় চড়ে, সাইকেলে চড়ে, চিড়া মুড়ি নিয়ে চলে আসছে। এরকম চিত্র বাংলাদেশে আগে দেখা যায়নি।
সমাবেশে এসময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদসসাকি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিটু, জেএসডির সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ চৌধুরী, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।