ফতুল্লায় টাকা আত্মসাতের মামলায় আলমগীর হোসেন (৪০) নামক এক মুদি দোকানীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফডারকৃত আলমগীর ফতুল্লা মডেল থানার শাসনগাও গোপালনগরের মৃত আব্দুল খালেকের পুত্র।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে তাকে ফতুল্লা মডেল থানার উত্তর গোপালনগর থেকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ১লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে মোসাঃ হাসিনা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর নিকট থেকে ব্যবসা করার কথা বলে ২০২০ সালের প্রথম দিকে স্ট্যাম্পের মাধ্যমে একাধিক স্বাক্ষির উপস্থিতিতে গ্রেফতারকৃত আলমগীরকে ৩ লাখ টাকা প্রদান করে। গত দুই বছরে ১ লাখ ৪৫ টাকা পরিশোধ করলেও বাকী টাকা পরিশোধে তালবাহানা করিতে থাকে। গত কয়েকদিন পূর্বে বাদী তার পাওনা টাকা চাইতে গেলে গ্রেফতারকৃত আলমগীর বাদীর সাথে অশোভন আচরন সহ টাকা দিবে না বলে হুমকি প্রদান করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির-২ জানায়, টাকা আত্মসাৎ ও প্রতারনা মামলায় আলগীর কে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।