1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জে বড়দিন উৎসবের প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় মিষ্টি বিতরণ ফতুল্লার ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১  খিলমার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া অনুষ্ঠিত আমেরিকায় যাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল শিক্ষার্থী সীমান্তর সীমান্তের রহস্যজট,বাবা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত জাহাজ শ্রমিকদের হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং কারখানায় আগুন সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে না.গঞ্জে সংবাদ সম্মেলন

কোন বাধা ভয় ভীতি দেখিয়ে লাভ হবে না:যুগ্ম মহাসচিব খোকন 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৬২ Time View

বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, সারাদেশে গণ জোয়ার শুরু হয়ে গেছে। বিএনপির প্রতিটি বিভাগীয় গণসমাবেশে লোকের লোকারণ্য হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সেই সমাবেশে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি পরিবারের সবাই চলে
আসবেন। আমরা কোন আন্দোলন হানাহানিতে যেতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ করতে চাই। কোন বাধা ভয় ভীতি দেখিয়ে লাভ হবে না। জনগণ রাস্তা নেমে গেছে গণঅভ্যুত্থান হবেই। গণঅভ্যুত্থান হবে ৭০, ৭১ ও ৯০ এর মতো আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে হাসিনা সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। দেশের মানুষের আইনের শাসন, ভোটের অধিকার, মানবাধিকার অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশের জনগণকে নিয়ে
আন্দোলন চলছে চলবেই।

চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। সে পর্যন্ত দেশের জনগণ আমাদের সাথে আছে এবং থাকবে। দেশের জনগণকে নিয়ে আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ। গোগনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খায়রুল কবির খোকন আরও বলেন, দেশের মানুষ আমরা কেউ ভালো নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দেশের বাইরে। বর্তমান এই অবৈধ তাঁবেদার সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়নি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর কিন্তু আপনারা কেউ কি ভোট দিতে পেরেছেন।

সুতরাং আপনারা যেহেতু ভোট দিতে পারেননি এই সরকার জনগণের সরকার নয়। এটি একটি অবৈধ সরকার ও অগণতান্ত্রিক সরকার। নিশিরাতের ভোট ডাকাতের সরকার। আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচার, হামলা মামলা ও নির্যাতন চালাচ্ছে। এখন পর্যন্ত ১লক্ষ এক হাজার মামলায় ৩৬ লক্ষ নেতাকর্মীদের আসামি ও ৩ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করেছে। এই সরকার আমলের সাধারণ মানুষ আমরা কেউ নিরাপদ নয়।আমাদের স্বাভাবিক মৃত্যুরও কোন গ্যারান্টি নেই। সুতরাং এই সরকারকে আর ক্ষমতা থাকার অধিকার নেই। শুধুমাত্র গায়ের জোরে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। যেমন দিনের ভোট রাতের মতন।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে জাপানের রাষ্ট্রদূত বলেছিলেন যে পৃথিবীতে কোথাও আমরা দেখিনি যে দিনের ভোট রাতে হয়েছে। তিনি পুলিশকে বলেছেন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন দিনের ভোট যেন রাতে না হয়। মার্কিন রাষ্ট্রদূত বলেছে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও একই কথা বলেছেন। কিন্তু তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায় না। তারা আবারও দিনের ভোর রাতে করার জন্য একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। বলেন তাদের অধীনেই নাকি আবারও নির্বাচন করতে হবে। সুতরাং শেখ হাসিনার পাতানো নির্বাচনে কি আপনারা যাবেন। এই সরকারের আমলে কোন নির্বাচনে সুষ্ঠু হবে না। এই সরকার আমলে জনগণ যে ভোটার অধিকার হারিয়ে ফেলেছে তা আর পাবে না। সুতরাং ভোটের অধিকার যদি পেতে হয় আগামী ১০ই ডিসেম্বর ঢাকা বিভাগে যে গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে আপনারা কি সবাই যাবেন। অবশ্যই আপনারা সবাই যাবেন। সেই গণসমাবেশ থেকে শেখ হাসিনা সরকারকে লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। সেদিন থেকে আন্দোলন শুরু হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পথ পাবে না। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের মাটিতে আর কোনদিন একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নিরপক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তা না হলে আন্দোলন করে হাসিনা সরকারকে বাধ্য করা হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে।

গোগনগর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সহ- সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন মিয়াজ্ সঞ্চালনায় দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উদ্বোধক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, এম এইচ মামুন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাকিত মোস্তাকিম শিপলু, শাখাওয়াত ইসলাম রানা, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL