ঢাকা বিভাগীয় (জোন) মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০২২ এ নারায়ণগঞ্জ জেলা ২৫-৭ ও ২৫-৩ পয়েন্টে মানিকগঞ্জ জেলাকে পরাজিত করে ঢাকা বিভাগীয় (জোন) এ চ্যাম্পিয়ণ হবার গৌরভ লাভ করেছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এরআগে সকালে ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার। বিকালে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও লেডিস ক্লাব নারায়ণগঞ্জ এর সভানেত্রী মিসেস সেলিনা হাফিজ। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আনজুমান আরা আকসির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হীরু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রাজিয়া সুলতানা অনু ও পারভীন লায়লা লুসী,কোষাধ্যক্ষ ফরহাদ জেসমিন লিটি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাসিনা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদিকা রোকসানা খবির,হাজেরা
খাতুন,কোষাধ্যক্ষ তানজিমা খন্দকার, আয়েশা বেগম, ময়না বেগম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার, মুন্সিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মেহেরুন নেছা নাজমা,মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রোমেজা আক্তার খান মাহিন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, সদস্য জাকির
হোসেন শাহীন,আরিফ মিহির,ফিরোজ মাহমুদ সামা,মাহবুব হোসেন বিজন,গৌতম কুমার সাহা প্রমুখ। সকালের খেলায় নারায়ণগঞ্জ জেলা ২৫-৬ ও২৫-৭ পয়েন্টে ঢাকাকে এবং মানিকগঞ্জ জেলা ২৫-১১ ও ২৫-৩ পয়েন্টে মুন্সিগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে।