নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজিমিজি এলাকায় পুলিশের হস্তক্ষেপে ১৩ বছরের এক কিশোরীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করায় অভিভাবকদের নির্দেশ দেয় পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জে মিজিমিজি নাসিক ২নং ওয়ার্ড আব্দুল আলীর পুল এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জে মিজিমিজি নাসিক ২নং ওয়ার্ড আব্দুল আলীর পুল এলাকায় শাহ আলমের কিশোরী মেয়ের বিয়ের আয়োজন চলছিলো। এলাকাবসী বিষটি জানতে পেরে বাল্য বিবাহ বন্ধ করতে পুলিশকে অবগত করেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বরপক্ষ সটকে পড়ে। পরে তিনি কনে পক্ষের কথা শোনেন ও এ বিয়ে বন্ধ রাখতে নির্দেশ দেন। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য বলেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমার এর সত্যতা নিশ্চিত করেছেন।