সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫ টায় সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া
এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গরিবে নেওয়াজ, সহ- সভাপতি মোহাম্মদ আলী।
পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক আনিছুর রহমান বাবু, জাবেদ রায়হান, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পারভীন আক্তার, শাহাজালাল, দুলাল, রফিক, পৌরসভা সেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটু, সোনারগাঁ
পৌরসভার জাতীয় পার্টির নেতা হাজী মহিউদ্দিন, পৌরসভার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও জাতীয় পার্টির নেতা কাউসার আহম্মেদ, জাতীয় পার্টির নেতা মজিবুর রহমান ও কাউন্সিল পদপ্রার্থী আব্দুর রউফ প্রমূখ।