1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শনিবার, ০৩ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মুসল্লীদের মাদক বিরোধী মানববন্ধন কালে ধরা পড়েন এক মাদক বিক্রেতা করিডোর দেওয়াটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা সেদিকে বিবেচনা করতে হবে- রাজিব দেশের জনগণের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমরা বিশ্ব নেতৃত্ব দেব : ডিসি পুড়ে যাওয়া পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর বিগত আমলে বড় বড় বুলি দিয়ে একদল সরকারি অর্থ লুটপাট করেছে : জব্বার আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৪ আজকে আমরা ঠিকই আছি কিন্তু তারা কই – আশা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক এই পরিচয়ে আমি গর্ববোধ করি- শোখন আন্তর্জাতিক শ্রমিক দিবসে সুজন ও শামীমের নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের শহর- বন্দরে বর্নাঢ্য র‍্যালী

সাব্বির আলম খন্দকার হত্যা মামলা জাকির খানের জামিন না মঞ্জুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৬৭ Time View

সাব্বির আলম খন্দকার হত্যা মামলার আসামি বিএনপি নেতা জাকির খানের জামিন না মঞ্জুর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক
আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২০ নভেম্বর) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের
বিচারক উম্মে সরাবান তহুরা এ আদেশ দেন।

এর আগে সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জাকির খানকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এসময় তার কর্মী ও সর্মথকরা জাকির খানের মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগানে আদালত মুখরিত করে তুলে। পরে তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

জামিন না মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির বলেন, জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করার কথা ছিল। কিন্তু কোনো সাক্ষী আসেনি। এর আগেও অনেকবার সাক্ষীরা আদালতে অনুপস্থিত ছিল। যেহেতু সাক্ষীরা আসেনি তাই আমরা আদালতের কাছে জামিন আবেদন করেছিলাম। আদালত আমাদের জামিন নামঞ্জুর করে পরবর্তীতে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তার পরবর্তী তারিখ ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরটিসির তৎকালীন চেয়ারম্যান তৈমূর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার আততায়ীর গুলিতে নিহত হন। এ হত্যাকা-ে জাকির খানকে আসামি করে মামলা দায়ের করেন তৈমূর আলম খন্দকার। এরপর জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে পাড়ি জমায় থাইল্যান্ডে। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন।গত ২ সেপ্টেম্বর র‌্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা হতে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL