বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আড়াইহাজার উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
রোববার (২০ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিএনপির চেয়ারপার্সন গৃহবন্দি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় । পরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক। এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ মাষ্টার, হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি অলি উল্লাহ অলি, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিম হোসাইন, বিশন্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক একে আজাদ, সাতগ্ধসঢ়;ৰাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক, ফতেপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.
আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সদস্য সচিব সাদেকুর রহমান সাদেক, খাগকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিনালী, সদস্য সচিব কামাল হোসেন, মাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন সরকার, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুসা সিরাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উজ্জ্বল, সদস্য সচিব ফকির জহির রহমান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার
হোসেন দিপু, উচিৎপুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমদাদুল হক , সদস্য সচিব মো. অহিদুল্লাহ, গোপালদী পৌর যুবদল নেতা রুহুল আমিন মোল্লা, হাবিব প্রমুখ।