বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদল আয়োজনে আলোচনা সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) রাতে কাশিপুর খিলমার্কেট এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সাদেক বলেন, আগামী দিনে আমাদের অনেক বড় প্রোগ্রাম রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছে। তাই আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিনে দোয়া অনুষ্ঠানে আমাদের সহযোদ্ধা শহীদের প্রতি স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।আমাদের অনেক কষ্টের সময় যাচ্ছে কেউ বিচলিত হবেন না। যেহেতুক ঢাকার পাসের জেলা নারায়ণগঞ্জ জেলা। তাই আমাদের ভূমিকা বেশি দায়িত্ব বেশী। আগামী ১০ নভেম্বর আমরা ঢাকা বিভাগীয় সমাবেশ যেকোন মূল্যে সফল করবো। আপনারা দোয়া করবেন আমাদের মাতা বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করবেন তারেক রহমানের জন্য সহ দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এর জন্য।
এছাড়াও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা ওমর ফারুক শুভন, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম টিটু, ফতুল্লা থানা যুবদলের নেতা আলী আজগর নেনসি, ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান রাব্বি প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,কাশিপুর ৪নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আলআমিন, যুবদলের নেতা বরকত উল্লাহ, তানভীর আহম্মেদ সোহাগ, ফরহাদ, সালাম, মো.আলী বাবু, হাবিব, পিন্টু, দিদার, হযরত জামাল, বাবু, সলেমান মোল্লা, আকাশ আরোোও নেতৃবৃন্দরা।
আন্দোলন সংগ্রমে নিহত বিএনপি ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদের ইমাম ও খতিব ওবায়দুল্লাহ আশরাফি দোয়া পরিচালনা করেন।