সোনারগাঁয়ে ৬শ’ পিচ ইয়াবাসহ মো. হেলাল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সোনারগাঁয়ের মুগড়াপাড়া হাইস্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও ১ হাজার ২শ’ টাকা জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত হেলাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।