1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরি ঘাটে ফেরী চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরি ঘাটে ট্র্াক থামান চালক সোলেয়মান। কিন্তু ফেরি ঘাটে এসে দেখেন যানবাহনের লম্বা সিরিয়াল রইলেও ফেরি চলাচল বন্ধ। ফেরির পল্টুন ভেঙ্গে পড়ায় বন্ধ হয়ে পড়েছে ফেরি চলাচল। তাই বাধ্য হয়ে বিকল্প পথের উদ্দেশ্যে ফিরে যান তিনি।
সোলায়মান বলেন, শহরের যে অবস্থা, অনেক জ্যাম পাড় করে এখানে আসছি। এসে দেখি এই অবস্থা। এখন আবার অন্য রাস্তা দিয়ে যাওয়া লাগবে। সময়, তেল দুইটাই নষ্ট হইলো।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে হাজীগঞ্জ ঘাটে পণ্য বোঝাই একটি ট্রাক পল্টুনে উঠলে হটাৎ বিকট শব্দ করে পল্টুন টি হেলে ট্রাক সহ অনেকাংশ ডুবে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে পল্টুন ভেঙ্গে পড়ায় বন্ধ হয়ে পড়ে ফেরি চলাচল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধের বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ট্রাকটি ক্রেনের মাধ্যমে সড়িয়ে পল্টুনের মেরামত শেষে ফেরি চালু করা হবে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক সেলিম মিয়া বলেন, ফেরির নবীগঞ্জ ঘাট থেকে হাজীগঞ্জ ঘাটে এসে ভিড়লে মালবাহী ট্রাক ফেরী থেকে পল্টুনে উঠার সাথে সাথেই পল্টুন ভেঙ্গে পানিতে পড়ে। কিন্তু ট্রাক টা সব গাড়ির প্রায় শেষে আসতাছিল , এ কারণে কোন মানুষ ব্যথা পায় নাই।
 নবীগঞ্জ-হাজীগঞ্জ ফেরির দায়িত্বপ্রাপ্ত ত্বত্তাবধায়ক সাইফুল হোসেন রিয়েল এ বিষয়ে বলেন, ফেরি ঘাটের পল্টুন ভাঙ্গছে সেটা এখনো বুঝি নাই।  ট্রাক উঠালে বুঝতে পারব। পল্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। অধিক ওজনের পণ্য বহনের কারণে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু আজকে আর ফেরি চলবে না। পল্টুন না ভাঙ্গলে আগামীকাল থেকে ফেরি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL