ফতুল্লার মুসলিমনগর থেকে ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিমনগর নয়াবাজারস্থ মৃত আরব আলী দেওয়ানের পুত্র আব্দুল মালেক (৬০) ও তার স্ত্রী জুলিয়া বেগম (৪৯)।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজারস্থ নিজ বাড়ী থেকে তাদের কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭’শত ৪০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু), সহকারী উপ-পরিদর্শক ওবায়েদ, শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিমনগর নয়বাজারস্থ গ্রেপ্তারকৃত আব্দুল মালেকর বাসায় অভিযান চালিয়ে ৭ শত ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল মালেক ও তার স্ত্রী জুলিয়া বেগম কে গ্রেফতার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানায়, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।