নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের বন্দরে ২৩নং ওয়াার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর মামলায় সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুলসহ ২০ আসামীর জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত।
রোববার (২৭ নভেম্বর) বিজ্ঞবিচারক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের আদালতে তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
আসামী পক্ষের আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান বলেন রোববার উচ্চ আদালতের বিজ্ঞবিচারক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের আদালতে তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এসময়ে আসামী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কাউছার কামাল, এ্যাড. মাহবুবুর রহমান, এ্যাড. নুরুল হুদা ও এ্যাড. সামছুন নূর বাধন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাদের পক্ষে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের বন্দরে ২৩নং ওয়াার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর করার অভিযোগ এনে গত শনিবার ( ১৯ নভেম্বর) বন্দর থানায় আতাউর রহমান মুকুল সহ ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ জনকে রেখে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা সোহেল মিয়া।
মামলা দায়ের করার পর বন্দর থানা পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হলেও বাকি ২০ আসামীরা পলাতক ছিলেন। এরই ধারাবাহিকতায় রোববার আসামীরা উচ্চ আদালত থেকে জামিন আবেদন করলে, আদালত তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।