বঙ্গবন্ধু সৈনিক লীগের ১ম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিদের্শনায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ (সিআইপি)কে সভাপতি এবং তামজীদ বিন রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ হতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী (বীর প্রতীক), আলমগীর হোসেন, সোহেল রানা, রেজাউল করিম, মল্লিক টুটুল, নরসিংদীর লিটন খন্দকার, সাইদুর রহমান সুমন।
আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল সাইফ,কার্যকরী সভাপতি এড. স্বপন ভূঁইয়া, সহ- সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি রোমান হোসাইন, সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, সহ-সভাপতি জামাল হোসেন, মহানগর সভাপতি নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সিনিয়র সহসভাপতি শহীদ মো. অভি, ফতুল্লা থানা কমিটির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক অলি আহমেদ, বন্দর উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক শেখ সুমন প্রমুখ।