নারায়ণগঞ্জ সাধারণ নৌ শ্রমিকদের ৭ দফা দাবিতে ডাকা অবিরাম কর্মবিরতি ও ধর্মঘট চলাকালিন সময় যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নৌ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা বাংলাদেশ নৌ পুলিশ দেশের জনগণের জান-মাল রক্ষার্থে সর্বদা সতর্ক অবস্থানে কাজ করছি।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) সাংবাদিকদের এ তথ্য জানান।
এসপি মিনা মাহমুদা আরও বলেন, নৌ-যান শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোসহ ৭ দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো যাত্রীবাহী নৌযান ধর্মঘট চলছে। সোমবার নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। আশাকরি অচিরেই সংশ্লিষ্ট সমস্যা সমাধানের প্রেক্ষিতে শ্রমিকরা নৌপথে কর্মব্যস্ত হবেন।
এসময় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া, উপ-পরিদর্শক মো. রেজাউল করিম ও মো. মনির সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
এর আগে, গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এর ধর্মঘটের ডাকে শ্রমিকদের কর্মবিরতি চলছে। এর পর থেকেই নারায়ণগঞ্জ নদীবন্দরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ আছে।