নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিষ্ফোরক মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী পিএস, গাড়ী চালক ও দেহরক্ষী ও এক যুবদল নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি ) ও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন মাহমুদের পিএস মো. মহসিন হোসেন (৩৯), গাড়ী চালক মো, জুয়েল (৩৯) ও দেহরক্ষী লিটন (৪০) ও ৯ নং ওয়ার্ড যুবদলেল সহ সভাপতি ইমরান হোসেন বাবু (৩৫)। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ১ ডিসেম্বরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মামুন মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা কিংবা জিডিও ছিল না। ওরা দলীয় কোন পদেও নেই।
নিরীহ এসব ব্যক্তিগত স্টাফদের এভাবে গ্রেপ্তার খুবই দু:খজনক বলে দাবি করে মামুন মাহমুদ তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।