নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃতরা হলো মাঈন উদ্দিন মিয়া (৪৮), মো. উকিল হোসেন (৩৪) ও আব্দুল লতিফ (৩৪) । এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ষোল হাজার টাকা উদ্ধার করে র্যাব। সোমবার (৫ ডিসেম্বর) র্যাব-১০ এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার মাহমুদ এলাকায় রবিবার অভিযান চালিয়ে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আড়াইহাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।