জাতির শ্রেষ্ঠ সন্তান মরহুম বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন (বীরপ্রতিক) ও বীরমুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান চৌধুরী কমল সহ তল্লা এলাকার সকল মৃত ও জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।
গতকাল সোমবার বাদ মাগরিব শহরের তল্লা এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তল্লা ও নাসিক ১১ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।অনুষ্ঠানটি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার
হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, সদরের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বীরমুক্তিযোদ্ধা জামাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা সামসুউদ্দিন প্রধান, বীরমুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, বীরমুক্তিযোদ্ধা মাহফুজুল রহমান
বকুল, বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক আজিজ, বীরমুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ মুক্তিযোদ্ধাগন ও তার পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্ধসঢ়;ববধানে ছিলেন, শাকিল হোসেন রানা, এস এম হাসান রাব্বি, মো. আব্দুল করিম অপু, মো. জনি প্রমূখ।
এসময় মৃত সকল বীরমুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয় এবং জীবিত বীরমুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। এমসয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
প্রধানমন্ত্রীশেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের বিভিন্ন বিষয়ে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদশর্নী করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয় মাহফিল ও তবারক বিতরণ করা হয়।