নারায়ণগঞ্জের জনপ্রিয় ও পাঠকের পসন্দের পত্রিকা দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিনের সম্পাদক কাজী মোঃ ইসলাম মিয়ার পিতা কাজী নূর হোসেন মিয়ার ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) শহরের গলাচিপা ডি.এন. রোড এলাকার দৈনিক সসচেতন পত্রিকার সম্পাদক কাজী মোঃ ইসলাম মিয়া বাসভবনে বিশিষ্ট্য সমাজ সেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত হয়।
মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গলাচিপা এলাকায় কোরয়ান খানী, দোয়া, মিলাদ মাহফিল ও দুপুরের কাঙ্গালী ভোজের অনুষ্ঠান ছাড়াও সোমবার সকালে মরহুমের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য ১৯৮৮ সালের এই দিনে তিনি সবাইকে কাদিয়ে চলে যান না ফেরার দেশে। মরহুম কাজী নূর হোসেন মিয়া দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেশ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়ার পিতা।
সোমবার বাদ যোহর দোয়া ও কাঙ্গালী ভোজের অনুষ্ঠানে মরহুমের ছেলে কাজী আসলাম মিয়া, কাজী মোঃ ইসলাম মিয়া ও কাজী মোঃ আনোয়ার মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ দীল মোহাম্মদ দীলু, হামিদ মিয়া, মোঃ পাপ্পু, মোঃ রানা, মোঃ কবির হোসেন, মোঃ দেলোয়ার, মোঃ রবিন, মোঃ ইসমাইল মিয়া, মোঃ মজিবুর মিয়া, মোঃ মনির মিয়া, মোঃ মাইনউদ্দিন মিয়া, মোঃ আফজাল খাঁন, আল-আমিন সহ আরো অন্যান্যরা। দোয়া পরিচালনা করেন, গলাচিপা গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোঃ ফয়েজ কবির।