নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হিরো আলম ওরফে হিরো মন্ডল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের পনের হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য বার লাখ পনের হাজার তিনশত টাকা। সোমবার (৫ ডিসেম্বর) র্যাব-১০ এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় রবিবার অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ হিরো আলম ওরফে হিরো মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হিরো আলম ওরফে হিরো মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ট্যবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।