নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার আলীগঞ্জ ৭নং ওয়ার্ড এলাকার প্রধান সড়কের হাফেজ মুক্তার রোড় হইতে সিরাজুল ইসলামের বাড়ি পর্যন্ত আরসিসি তিনশত ৬০ ফুট গলির পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সরকারি ও নিজ অর্থায়নে করলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।
বুধবার (৭ডিসেম্বর) সকালে উপজেলার উন্নয়ন প্রকল্প( পি আই সি) আওতাধীন এর নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ফাতেমা মনির।
সুধু এ সড়ক নির্মাণ কাজই নয়, আলীগঞ্জেরর হাফেজ মুক্তার রাস্তার গালির যাতায়ত সড়ক নির্মাণ কাজ সহ আরো ছয়টি গলির রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করেছেন তিনি।
এসময় সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির বলেন, আমি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত আছি,আমি এলাকার সাধারণ জনগণের সকল উন্নয়ন মূলক কাজের সর্বদা নিজেকে নিয়জিত রাখতে চাই। কিন্তু সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস আমার অত্র এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ গুলো করার সুযুগ থাকলেও তিনি আমাকে সে কাজ গুলোর সুযোগ সুবিধা দেয় না। এবং চাহিদা অনুযায়ী এলাকার উন্নয়নের কাজে সরকারি বরাদ্দ না পেলেও নিজ অর্থায়ানে জনসাধারণকে দুর্ভোগ থেকে পরিত্রাণ দিয়ে থাকি।
তিনি আরোও বলেন, আমি বর্তমান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্গদিন যাবত কাজ করে ছলেছি। সরকারী যে সকল বরাদ্দ গুলো আসে সেগুলো বুঝে নেওয়ার দায়ীত্ব উপজেলা চেয়ারম্যানের। চাইলে চেয়ারম্যান অত্র এলাকায় আমি সহ সকল মেম্বারগণকে নিজ নিজ এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজগুলো ভাগ করে দেয়, তাহলে অত্র ইউনিয়নের বাসিন্দারা সকল প্রকার উন্নয়ন মূলক কাজ গুলোর সুফল ভাবে উপভোগ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারন বর্তাম প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গোটা দেশকে উন্নয়নের রোড মডেল হিসেবে দাড় করিয়ে সাড়া বিশ্বে আলোরন সৃষ্টি করেছেন। সুধু তাই নয় নারীদের অগ্রাধিকার নিশ্চিত করন সহ সকল সুযোগ সুবিদা ব্যবস্থা করেছেন।