নারায়ণগঞ্জ বন্দরে ১৯নং ওয়ার্ডের সিটি পার্ক পরিদর্শন শেষে বৃক্ষরোপন করেছেন নারায়ণগঞ্জ সিটি করেপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি।
বুধবার (৭ নভেম্বর) বিকেলে ৪টায় বন্দর থানার মদনগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নির্মাণাধীন এ পার্কের কাজের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
সিটি পার্কটি প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ৬ একর জমিতে নির্মিত হচ্ছে। পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগরসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পার্ক পরিদর্শন কালে উপস্থিত এলাকাবাসী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মেয়র আইভীর সাথে কথা বলেন।