নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী দক্ষিনপাড়া এলাকায় আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের একটি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও মসজিদের আংশিক পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) জুমআর নামাজের সময় মসজিদে উপস্থিত মুসুল্লিদের মতামতের ভিত্তিতে এ আংশিক এ কমিটি ঘোষণা করা হয়। মসজিদ কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, এম এ মাসউদ বাদল, মিজানুর রহমান রিপন, আলহাজ্ব শেখ আলাউদ্দিন, আঃ আজিজ, বিল্লাল হোসেন রবিন, মোক্তর হোসেন ভেন্ডার, মোঃ নুর ইসলাম, দিদারুল আলম, সিদ্দিক খান।
মসজিদ কমিটির পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন, সভাপতি তানভীর কবির মুন্না, সহসভাপতি সোহরাফ হোসেন কালাম ও আলাউদ্দিন (মেম্বার), সাধারণ সম্পাদক মাহিল উদ্দিন মাস্টার, অর্থ সম্পাদক হাজী জামাল উদ্দিন, সহকারী অর্থ সম্পাদক গাজী মোশারফ হোসেন, সদস্য ফজলুল হক হাওলাদার, গোলাম মোঃ সবুর,আলামিন, প্রফেসর আলম, মেহেদি হাছান হারুন, আঃ হামিদ, মোঃ সোহেল, মোঃ সজীব, মোঃ অধীর, শেখ হোসেন।
এদিকে আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের অত্যন্ত জরুরি প্রয়োজনীয় ওয়াশরুমগুলো ডিএনডির উন্নয়ন কাজ চলার সময় ভেঙ্গে দেয়া হয়। এতে করে বেশ কয়েকমাস মসজিদের মুসুল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। পরে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নতুন করে উন্নতভাবে ওয়াশরুম নির্মাণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠানিকভাবে ওয়াশরুমের উদ্বোধন করে বিশিষ্ট সাংবাদিক বিল্লাল হোসেন রবিন।
এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ওয়াশরুম নির্মাণের খরচ বহন করেছেন মসজিদ কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কমিটির সভাপতি তানভীর কবির মুন্না।
তানজিম কবির মুন্না বলেন, আমার বাবা মৃত্যুর আগে ডিএনডি প্রজেক্ট এর উন্নয়ণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট কোম্পানির লোকজন বিনা নোটিশে মসজিদ ও এতিমখানা মাদ্রাসার শৌচাগার ভেকু দিয়ে গুড়িয়ে দেয়। এতে ওই মসজিদে আগত মুসল্লি ও এতিমখানার আবাসিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েন।
আমার বাবা আলহাজ্ব হুমায়ন কবির বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেন পরে নাসিক মেয়র আইভীর কাছে যান তারপরেও কোন সুরাহা করতে নাপেরে তিনি মানষিকভাবে ভেঙ্গে পরেন। আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি সবার সহযোগীতায় পরিচালনা করে আসছি আমার নিজ অর্থায়নে মসজিদ ও এতিমখানা মাদ্রাসার শৌচাগাটি সম্পূর্ণ করে দিয়েছি।
তিনি আরো বলেন এই মসজীদের ৩য় তলার কাজ এখনো চলমান আছে আর কিছু দিনের মধ্যে কবরস্থনের পাশে ঈদগাঁর মাঠের জন্য বালু ভরাটের কাজ সুরু করব ইনসাআল্লাহ। আমার বাবার স্বপ্ন ছিল মাদ্রাসারটা করে যাওয়ার কিন্তু তা করতে পারেনি আমি সকলের সহযোগিতায় আমার বাবার স্বপ্নগুলো একে একে পুরণ করব।
মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা এম মাসউদ বাদল জানান, মুসুল্লিদের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে আংশিকভাবে মজজিদ পরিচালনায় একটি উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। পরে কমিটির পরিধি আরও বড় হবে।
এছাড়া নতুনভাবে নির্মিত মসজিদের ওয়াশরুম আনুষ্ঠানিকভাবে জুম্মার নামাজের পর উদ্বোধন করা হয়েছে। মসজিদের আরও উন্নয়ন কাজ চলমান রয়েছে।