নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন ও ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জস্থ হিরাঝিলে গিয়াসউদ্দিনের বাড়ীতে এবং ফতুল্লা চৌধুরী বাড়ীস্থ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বাড়ীতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তারা কেউ বাসায় না থাকায় গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃংখলা বাহিনী।
গিয়াস উদ্দিনের পরিবাররে সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সাদা পোষাকে আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। তারা বাড়িতে ঢোকার চেস্টা করলে গেইট বন্ধ থাকায় প্রশাসনের লোকজন বাসায় প্রবেশ করতে পারেনি।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীর পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সাদা পোষাকে ২০-৩০ জনের জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বাড়ীর চারদিক থেকে ঘিরে ফেলে।
এক পর্যায়ে তারা বাসায় প্রবেশ করে রিয়াদ মোহাম্মদ চৌধুরী কে খুজতে থাকে। তাকে না পেয়ে তারা চলে যায়। এর আগেও আরো দু’বার পুলিশের লোক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর খোজে বাসায় এসেছিলো বলে তারা জানান।