ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ২ কেজি গাঁজাসহ মো, তপু (২৫) নামেএক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকার চেকপোস্ট থেকে স্বদেশ পরিবহনের এক যাত্রীর একটি ব্যাগ তল্লাশি করে এ মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. তপু ৎ কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জ এলাকার সালাউদ্দিনের ছেলে।