প্রেস বিজ্ঞপ্তিঃ-
দৈনিক অগ্রবানী পত্রিকার স্টাফ রিপোর্টার রাশেদুল হাসান অভি’র মা নিগার পারভীনের কুলখানি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাবদী আইসতলা মসজিদ বাড়িতে ব্যাপক কর্মসূচির আয়োজন করেন তার পরিবারের সদস্যরা।
কর্মসূচির মধ্যে পবিত্র কোরআন খানি খতম, বাদ জুম্মা মসজিদে মিলাদ ও দুপুরে কাঙালী ভোজ ও বিকেলে কবর জিয়ারতের মাধ্যেমে এ দিনটি পালন করেন তারা।
কুলখানীতে পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজন, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক মহল, মসজিদের ইমাম ও আলেমসহ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত রবিবার ০৪ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় সাংবাদিক রাশেদুল হাসান অভি’র পরিবার সকলের দোয়া চেয়েছেন।